News & Events Details
08
Aug
CELEBRATING THE NATIONAL MOURNING DAY 2023
এনজিও বিষয়ক বুরো প্রধানমন্ত্রীর কার্যলয়ের ৩/০৮/২৩ তারিখের স্মারক নংঃ ০৩.০৭.২৬৬৬.৬৫৭.২২.০৩১.১৮.২০৩৬ নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫/০৮/২০২২ ইং তারিখ , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, বেডস দাকোপ অফিসে ড্রপডাউন ব্যানার স্থাপন, প্রতিষ্ঠানের কর্মকর্তী-কর্মচারী, স্থানীয় উপকূলীয়বাসী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনিমিত্করণ, আলোচনা সভা ও দোয়া মাহমিল, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মানগ্রোভ বনায়ন কর্মসূচি নেওয়া হয়েছে।